Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ১২ ডিসেম্বর ৩য় 'ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯'
বিস্তারিত

দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, কুড়িগ্রাম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যা নিম্ন্রুপঃ 

কর্মসূচির বিবরণ

সময়

স্থান

বাস্তবায়ন

র‌্যালি

সকাল

০৯.৩০ টা

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম হতে শুরু হয়ে শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হবে।

১। জেলা প্রশাসন, কুড়িগ্রাম।

২। জনপ্রতিনিধি

৩। জেলা পর্যায়ের সকল সরকারি

     কর্মকর্তা ও কর্মচারী,

৪। সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ।

 

সেমিনার

(প্রতিপাদ্যের উপর “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে )

সকাল

১১:০০ টা

‘স্বপ্নকুঁড়ি’

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম।

১। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),

    কুড়িগ্রাম।

২। নেজারত ডেপুটি কালেক্টর,

     কুড়িগ্রাম।

৩। সহকারী কমিশনার (আইসিটি)

জেলা প্রশাসকের কার্যালয়,

কুড়িগ্রাম।

৪। সহকারী প্রোগ্রামার, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম

দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনঃ

দিবসটি উপলক্ষে সভায় নিম্নরুপ প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

গ্রুপ

শ্রেণি

প্রতিযোগিতার ধরণ

বিষয়

উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ্ব

প্রেজেন্টেশন তৈরি (৮- ১০ স্লাইড)

আমার চোখে ডিজিটাল বাংলাদেশ

৬ষ্ঠ হতে ১০ম

রচনা প্রতিযোগিতা

ডিজিটাল বাংলাদেশ/ প্রতিপাদ্যের উপর

 

বেলা

১১:৩০ টা

‘স্বপ্নকুঁড়ি’

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম।

১) জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম।

২) সহকারী কামশনার (আইসিটি) জেলা প্রশাসকের কার্যালয়,কুড়িগ্রাম।

৩) সহকারী প্রোগ্রামার

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম।

৪) শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (সকল), কুড়িগ্রাম।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/12/2019
আর্কাইভ তারিখ
31/12/2019